Quantcast
Channel: Tareq Hasan »হাবিব
Browsing latest articles
Browse All 10 View Live

নিশি কাব্য –হাবিব

নিশি গভীর হয় চোখের পাতা এক হয় না….হয় না, তুমি কাছে নেই বলে… দু’চোখ নিদ্রা যায় না… নিশি কাব্যে তোমার আগমন দ্যেতনায় তবু এই তনু মন কাছে এস,করব বরণ বিনিদ্র রই তোমার কারণ এই নিশি তুমি বিনা পূর্ণতা পায় না,...

View Article


শুভ্রচাঁদ –হাবিব

যেন হাসলেই এই হৃদয়ের পূর্নিমা হয় যে শূভ্র চাঁদ হয়ে সব করে স্বপ্নময় সেকি আমার নয়, সে যদি আমার নয় হয় তবে চারিদিকে কেন মাতে কলরবে তারই সাহারায় সে তো আমারই আর কারও নয় পুর্নিমাতে তার ছবি আঁকি হৃদয়ের দেয়ালে...

View Article


চলো বৃষ্টিতে ভিজি –হাবিব

বাদলা দিনে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান যদি ডেকে বলি এসো হাত ধর চল ভিজি আজ বৃষ্টিতে এসো গান করি মেঘ মল্লারে করুন ধরায় দৃষ্টিতে আসবে না তুমি, জানি আমি জানি অকারণে তবু কেন...

View Article

আকাঙ্খা – হাবিব

দিন যায়… আমার প্রেম যায় বেড়ে… কতদিন হল দেখি না তারে কেমনে থাকে সে মনের ঘরে মিটবে না সাধ এক নজর দেখলে দেখতে চাই তারে শত জনম ফেলে দিন যায়, আমার প্রেম যায় বেড়ে… যা, খুঁজে নিয়ে আয় তারে। ভুলে যাব তারে...

View Article

সূর্যমুখী প্রেম – হাবিব

একটু কাছে এসে সূর্যমুখি হাসি হেসে স্বপ্নীল পরিবেশে বিকেল বেলার শেষে বলেছিলে ভালবাসি…একদিন তারই পর থেকে ভালবেসে তোমাকে দিন কে বলি রাত রাত কে বলি দিন এভাবেই আমি আজ তোমাতে বিলীন… সেদিনের সেই বিকেল বেলায়...

View Article


একজনে –হাবিব

একজনে আছে এই দুনিয়ায় যাকে নিয়ে স্বপ্ন সাজাই, রেখেছি তাকে মনের আঙিনায় তাকে নিয়ে ছন্দ গোছাই। সে আছে তবু অনেক দূরে তবু অনেক কাছে বলে মনে হয় তার মনের প্রেম নিয়ে গল্প লিখি পায় রূপকথার পরিচয়। তার মত শোভন এই...

View Article

একমুঠো ভালবাসা – হাবিব

আমি জোছনার আলোয় তোমার ভালবাসা খুঁজে পাই, আমি শিশির মাখা ভোরে তোমার স্বপ্ন ছুঁয়ে যাই। আমার আবেগ ডোরে তোমায় বেঁধে রাখতে চাই, আমি যে তোমায় একমুঠো ভালবাসা দিতে চাই। তাকিয়ে দেখ চারপাশে আমার স্বপ্ন আছে তোমায়...

View Article

কৌতুহল –হাবিব

বসে আছো সামনে দেখছি তোমায়, অপলকে চেয়ে আছি নেই অন্তরায়। বলো না কে তুমি এসেছ কোথা থেকে এই যে তুমি শুনছ নাকি বলছি তোমাকে। এতক্ষণে আমার দিকে দেখলে চেয়ে, কত প্রশ্ন জমা তোমাকে নিয়ে। ও সুনয়না, শুধু এটুকু বলো...

View Article


প্রাণ বন্ধুয়া – হাবিব

প্রাণ বন্ধুয়া… আজও তোমার আশায় থাকি পথ চাহিয়া… সুখের তরে ছেড়েছো ঘর, আমি কি তবে হলাম পর, দূরদেশে থেকে দেখো নি তো এই মনের দুনিয়া! প্রাণ বন্ধুয়া… আজও বসন্তে কোকিল ডাকে আমি ডাকি তোমায়, জানি না জানি না কি...

View Article


হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে –হাবিব/ন্যান্সি

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরের ডানা মেলে তোমার মনের উঠান,লেপে দেব সাজিয়ে দেব ফুলে,তুমি এস, তবু এস,ভালবেসে ।। খেয়ালি শিশির লুটাবে তাই আঁচল টেনেছে মেঘে তোমারই জন্যে শুধু তোমার জন্যে গোধূলি আকাশ লাজুক...

View Article
Browsing latest articles
Browse All 10 View Live